ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মুনসুর মাতুব্বারের বাড়ির সামনে পুকুর থেকে সালথা–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পুকুরপাড় ধসে যেকোনো সময় সড়কের কিছু অংশ ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (৩ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় ড্রেজার মেশিনটি তখনো চালু ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তারা এসে দেখে গেলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
এ বিষয়ে বালু উত্তোলনকারী ড্রেজার মালিক নুর আলম বলেন, ‘আপনারা ঠিকাদার শহিদের সঙ্গে কথা বলেন।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুন সরকার মুঠোফোনে বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন