জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনীতে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (৮ ডিসেম্বর) বুধবার বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদস্য নুর হোসেন সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, ফেনী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিকসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা জুড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সেক্ষেত্রে এখানে ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কর্মসূচি চলমান থাকবে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন