ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ‘স্বাধীন দেশে’ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।
তিনি দলটিকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানান।
সোমবার (২৮ এপ্রিল) ফেনীতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তোলেন।
সমাবেশটি আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজন করা হয়।
এনসিপি নেতা মুনতাসির মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ আলেম-ওলামা, সেনাবাহিনী ও ছাত্র-জনতার হত্যাকারী; এটি একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। কোনো খুনি, সন্ত্রাসী বা মানবাধিকার লঙ্ঘনকারী সংগঠনকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়। গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে তার আগে রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে।’
বিএনপি ও জামায়াতের উদ্দেশ্যে মুনতাসির মাহমুদ বলেন, ‘আমরা অতীতে বিএনপির ডাকে খালেদা জিয়ার মুক্তি এবং আল্লামা সাঈদীর জন্য রাজপথে নেমেছিলাম। আশা করি, বিএনপি-জামায়াত ভারতীয় আগ্রাসনের পক্ষে কথা বলবে না এবং ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানি করবে না। তারা যেন আওয়ামী লীগের মতো সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা না করে।’
বিক্ষোভ মিছিলটি ফেনী পৌরসভা থেকে শুরু হয়ে পুরাতন কারাগার সড়ক, ট্রাংক রোড, খেজুর চত্বর, বড় মসজিদ, ফেনী প্রেসক্লাব হয়ে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল আজিজ।
সমাবেশে আরও বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালমান হোসেন।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন, এনসিপির ফেনী জেলার সংগঠক শাহ ওয়ালিউল্লাহ মানিক, সোনাগাজীর সংগঠক সুজাউদ্দিন, দাগনভূঁইয়ার সংগঠক অ্যাডভোকেট মনসুর উদ্দিন, পরশুরামের সংগঠক আব্দুল কাদের মিনার প্রমুখ।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন