ফেনীর ফুলগাজীতে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আমজাদহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম (৫৫) ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য ও আমজাদহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আমজাদহাটে মোটরসাইকেল চুরির একটি ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে শনাক্ত করা হলে বুধবার সকালে এ নিয়ে এলাকায় একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে শনাক্ত যুবক চোরের আরও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। এর মধ্যে এক আত্মীয়ের নাম উঠে আসায় যুবলীগ নেতা নজরুল ইসলাম শামীম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এ সময় বিএনপি নেতা আবুল কালাম বাধা দিলে শামীম ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার বলেন, বর্তমান পরিবর্তিত সময়েও আওয়ামী লীগ ও যুবলীগ বিএনপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে। এটা সত্যিই দুঃখজনক।
ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, কালাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি ছিলেন। তার ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাই। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।
ফুলগাজী থানার ওসি মো. লুৎফর রহমান জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় উত্তর ধর্মপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
কুপিয়ে জখম করার ঘটনাটি শুনেছি, তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।