ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

বরিশালে ফুয়াদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:০৪ পিএম
ফেনীতে এবি পার্টির বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

বরিশালের মীরগঞ্জ এলাকায় সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ট্রাংক রোড জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন এবি পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বরিশালে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে এবি পার্টির আন্দোলন অব্যাহত থাকবে।