ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

বেগম রোকেয়া দিবসে সোনাগাজীতে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

মো. হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০১:৫২ পিএম
সোনাগাজীতে ‍‍`বেগম রোকেয়া দিবস-২০২৫‍‍` উদযাপন। ছবি- রুপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে ‘বেগম রোকেয়া দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে পাঁচজন সফল নারীকে 'জয়িতা' সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে।

পাঁচ জন নারীকে তাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত নারীরা হলেন: অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চরচান্দিয়া ইউনিয়নের ববিতা রাণী রায়, শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জনকারী পৌরসভা এলাকার ফেরদৌস আরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রাখায় মিসেস ফারহানা আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন ভুলে জীবন সংগ্রামে জয়ী নারী নবাবপুর ইউনিয়নের শিরিন আক্তার, সফল জননী নারী চর মজলিশপুর ইউনিয়নের বেগম তাজকেরা চৌধুরী।

অনুষ্ঠানে মাষ্টার বেল্লাল হোসাইনের সঞ্চলনায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তারের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুপ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, সাংবাদিক শেখ আবদুল হান্নান ও আমজাদ হোসেন, এবং উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক ওয়ালী উল্যাহ।