গাইবান্ধার সাঘাটা উপজেলার বটতলা বাজারে আয়োজিত সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ বলেছেন, আজকের যুবকরাই আগামীদিনের ভবিষ্যৎ। মাদকমুক্ত, সুস্থ সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। তাই আমি যতদিন বেঁচে আছি, ততদিন খেলাধুলার সঙ্গে থেকে সুন্দর ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে সচেষ্ট থাকব।
শনিবার বিকেল ৪টায় বটতলা বাজার মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা শ্রমিকদলের সদস্য শেখ সাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন শেখ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান, সাঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মামুন কাদির সুমন, যুগ্ম আহ্বায়ক শামীম মন্ডল ও হারুন সরদার, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেসুর রহমান মুকুল, সদস্য সচিব হাসান মিয়া, সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সৃজন আহমেদ শিপন, ছাত্রনেতা মনির মিয়া।
এছাড়াও স্থানীয় ৯টি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কামরুজ্জামান সোহাগ। একইসাথে তিনি ‘আরাফাত রহমান কোকো ফুটবল একাডেমি’ নামে একটি ক্রীড়া সংঘের অফিস উদ্বোধন করেন, যা স্থানীয় ক্রীড়াচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হয়।

 
                             
                                    -20250712214751.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন