ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

সাঘাটায় ছাত্র যুব উন্নয়ন সংঘের ফুটবল ফাইনাল ও কনসার্ট অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৭:১৭ পিএম
গাইবান্ধা সাঘাটার কচুয়া হাটের ছাত্র যুব উন্নয়ন সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ট্রফি তুলে দেন অতিথিরা। ছবি- রূপালী বাংলাদেশ

গাইবান্ধা সাঘাটার কচুয়া হাটের ছাত্র যুব উন্নয়ন সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টবর) বিকেলে কচুয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও কনর্সাট অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।

গাইবান্ধা সাঘাটার কচুয়া হাটের ছাত্র যুব উন্নয়ন সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাক আহম্মেদ মিলন।

গাইবান্ধা সাঘাটার কচুয়া হাটের ছাত্র যুব উন্নয়ন সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ট্রফি তুলে দেন অতিথিরা। ছবি- রূপালী বাংলাদেশ

ছাত্র যুব উন্নয়ন সংঘের সভাপতি ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তারেক তৌফিকুর ইসলাম রিয়াদ সভাপতিত্ব ও ছাত্র যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ও সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজু সঞ্চালনা করেন।

গাইবান্ধা সাঘাটার কচুয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র যুব উন্নয়ন সংঘের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালের একটি দৃশ্য। ছবি- রূপালী বাংলাদেশ

এ ছাড়াও ফাইনাল খেলায় বিএনপির উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও ঐক্য গড়ে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।