গাজীপুরে ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের একটি কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কেন তাদের এমনটা হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকরা।
সোমবার (১৯ মে) সকালে নাওজোড়ের কড্ডা এলাকায় কারখানায় যোগ দেওয়ার পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে থাকেন।
অসুস্থ শ্রমিকদের স্থানীয় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশির ভাগ শ্রমিকই পেটে প্রচণ্ড ব্যথা, বমি, মাথা ঘোরা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান হাসপাতালের চিকিৎসক।
অসুস্থ শ্রমিকরা জানান, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘোরে এবং বমি বমি ভাব হয়। পরে কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেই কারখানার মধ্যে অনেকের বমি হয়। পরে তাকে কারখানার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ড. সায়েম কবির বলেন, ‘৮০ জনের মতো শ্রমিককে হাসপাতালের ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা রোগী বমি, পেটব্যাথা, মাথা ঘোরাজনিত সমস্যা নিয়ে আসছে। কিছু ক্ষেত্রে শ্বাস কষ্ট নিয়েও আসছেন।’
তিনি বলেন, ‘রোগীরা সুস্থ আছেন। আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি। চিকিৎসা বলতে আমরা যদি বলি তাহলে তারা সাইকোলজিক্যালি একটু দুর্বল আছেন, এটাই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তারা পানি পানের কারণে বললেও গরম থেকেও এমনটা হতে পারে। আমরা ধারণা করছি, অতিরিক্ত মানসিক চাপ থেকেও এমনটা হতে পারে।’
আপনার মতামত লিখুন :