গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে মহানগরীর বাসন কলম্বিয়া এলাকায় আন্দোলন শুরু হলে উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকায় আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামক একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন পাওনা রয়েছে। বেশ কিছুদিন ধরেই শ্রমিকরা বকেয়া বেতন চাইলে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করে।
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল ৮টার দিকে মহানগরীর বাসন থানা এলাকায় কলম্বিয়া মোড়ে কয়েকশ শ্রমিক বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানিয়েছেন, জুলাই ও আগস্ট মাসের বেতন এখনো পাওয়া যায়নি। বেতন না পেয়ে তারা বাসভাড়া পরিশোধসহ দৈনন্দিন জীবনযাত্রা চালাতে সমস্যায় পড়ছেন।
গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের পরিদর্শক ফারুকুল আলম জানান, কারখানা মালিকপক্ষ বেতন না দিয়ে বিভিন্ন সময় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশের লাঠিচার্জের পর সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়ক পুনরায় খুলে যায়।