গাজীপুরের শ্রীপুরে বনের ভেতরের একটি পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের মাধখলা পূর্বপাড়া এলাকায় মৃত হাজী শামসুল হকের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন বন থেকে খড়ি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় আরিফ হোসেন জানান, ‘সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবগত করি। পুকুরটি আমার বাবার মৃত্যুর পর কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, মাছ চাষও করা হয় না। তাই আমরা নিয়মিত সেখানে যাই না। কবে বা কখন লাশটি সেখানে ফেলা হয়েছে, সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।’
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’