ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৫:৪৮ পিএম
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি, কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ও প্রধান অতিথি ড. মো. খালেকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭০ সালের ১ অক্টোবর ব্রির যাত্রা শুরু হয়। এ বছর ওই দিনে সরকারি ছুটি থাকায় ৫ অক্টোবর এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তিনি গবেষণার সঙ্গে সম্পৃক্ত বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন গবেষণা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম ও পরিচালক ড. মো. ইব্রাহিমসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বর্তমানে দেশে বছরে প্রায় ৪ কোটি মেট্রিক টন ধান উৎপাদিত হয়। আগামী ৫০ বছরে জনসংখ্যা আরও বাড়বে, একইসঙ্গে কমবে কৃষিজমি। তখন ধানের চাহিদা বাড়বে আরও ৩ কোটি মেট্রিক টন। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।