ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান, বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৬:৩৮ পিএম
ঠাকুরগাঁওয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরায়েল তুই সন্ত্রাসী’, ‘গাজায় গণহত্যা বন্ধ কর’—এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের রাজপথ।

ইসরায়েলের অব্যাহত আগ্রাসন, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা এবং মানবিক বিপর্যয়ের প্রতিবাদে রোববার (৫ অক্টোবর) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠ থেকে শুরু হয়ে শহরের চৌরাস্তায় একত্রিত হয় এবং সেখান থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ ও সমাজকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে হামলা বন্ধ ও গাজায় শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।