রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষে বর্ণিল আয়োজনে কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুর প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল মাননান।
এ সময় তিনি রূপালী বাংলাদেশ পত্রিকার তথ্যবহুল, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অটল থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলা এবং এটিএন নিউজ-এর গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম।
আয়োজনে সভাপতিত্ব করেন রূপালী বাংলাদেশ পত্রিকার গাজীপুর প্রতিনিধি শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, রূপালী বাংলাদেশ পত্রিকা অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা পত্রিকার আরও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন এবং পাঠকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. মেহেদী হাসান, এন টিভির স্টাফ রিপোর্টার মো. নাসির আহমেদ, দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার রেজাউল করিম বাবুল, বাংলাদেশ প্রতিদিন ও বৈশাখী টিভির গাজীপুর প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, ডিবিসি নিউজ প্রতিনিধি মাহমুদা শিকদার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও কালবেলার স্টাফ রিপোর্টার আবুল হাসান, চ্যানেল এস এর গাজীপুর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, রূপালী বাংলাদেশের গাজীপুর স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম, রূপালী বাংলাদেশের কাপাসিয়া উপজেলা প্রতিনিধি মো. বেলায়েত হোসেন, টঙ্গী প্রতিনিধি তাওহীদ কবির, শ্রীপুর প্রতিনিধি সাদ্দাম হোসেন অনন্ত, পূবাইল প্রতিনিধি মো. রিয়াজুল ইসলাম, মোহনা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি তারিকুল জুয়েলসহ গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


-20251126173922.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন