গোপালগঞ্জের কোটালীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে মেডিকেল অফিসার ডা. অনুপম বাড়ৈর ওপর সশস্ত্র হামলার অভিযোগে সোহেল হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
আটক সোহেল হাওলাদার উপজেলার ফেরধারা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপি নেতা আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় ডা. অনুপম বাড়ৈ তার কক্ষে রোগী দেখছিলেন। রোগীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ সোহেল হাওলাদার ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং তার হাতে থাকা এসএস পাইপ দিয়ে ডাক্তারের ওপর সশস্ত্র হামলা চালান।
চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালের কর্মচারীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং হামলাকারীকে আটক করেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস পুলিশকে খবর দিলে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে সোহেল হাওলাদারকে আটক করে নিয়ে যায়।
হামলার শিকার চিকিৎসক অনুপম বাড়ৈ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, কয়েক দিন আগে সোহেল একজন রোগী নিয়ে হাসপাতালে এসে সেবা না পাওয়ার অভিযোগ করেছিল। সেই ক্ষোভ থেকেই আজ ডা. অনুপমের ওপর হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ‘ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তসাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন