শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৫:৩৯ পিএম

‘ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম’

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৫:৩৯ পিএম

মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দিচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।  ছবি- রূপালী বাংলাদেশ

মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দিচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি- রূপালী বাংলাদেশ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যেন এমন একজন ভালো মানুষকে ভোট দিয়ে জয়ী করেন, যিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন।’

শুক্রবার (২২ আগস্ট) গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

পথসভাকে কেন্দ্র করে মুকসুদপুর ও কাশিয়ানী এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিপি নুর বলেন, ‘গোপালগঞ্জে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগণিত গুণীজনের জন্ম, যেখানে ভালো মানুষও বসবাস করে। তবে যারা মানবতাবিরোধী কাজ করেছে, তাদের ক্ষমা করা হবে না এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।’

আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া দ্বিকক্ষ নির্বাচন পদ্ধতির পরিবর্তে উচ্চকক্ষ নির্বাচন পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে করার দাবি জানান।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনা ১৬ বছর ধরে গনতন্ত্রকে হত্যা করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছেন।’

Link copied!