গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে পাটগাতি চৌরঙ্গীর মোড়ে অবস্থিত কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভায় গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও টুঙ্গিপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মহসিন শেখ, গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া, সদর গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোটালীপাড়া শাখার আহ্বায়ক আবুল বাশার দাড়িয়া, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি রইসুল ইসলাম, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বিভিন্ন শ্লোগানে সাড়া দেন গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন