জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি মসজিদের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
নিহতরা হলেন জাঙ্গালিয়া মধ্যপাড়া গ্রামের সুরুজ মণ্ডলের ছেলে মোশারফ হোসেন (৩৫) এবং একই গ্রামের জোনাব মণ্ডলের ছেলে জদু মণ্ডল (৫০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. রইচ উদ্দিন জানান, নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে প্রথমে জদু মণ্ডল নিচে নামেন। সেখানে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে ভাতিজা মোশারফ ট্যাংকে নামলে তিনিও অজ্ঞান হয়ে যান।
খবর পেয়ে মাদারগঞ্জ ও জামালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সালেহ মাহাদী বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :