বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৩৪ এএম

সমাবেশকে ‘ভোগান্তি’ বলায় পদ গেল ছাত্রদল নেতার

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৩৪ এএম

বহিষ্কৃত ছাত্রদল নেতা অমিত হাসান রবিন। ছবি- সংগৃহীত

বহিষ্কৃত ছাত্রদল নেতা অমিত হাসান রবিন। ছবি- সংগৃহীত

বিএনপির সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য করায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ এবং সদস্যসচিব মো. আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিন হাসান (অমিত হাসান রবিন)-কে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

জানা গেছে, মঙ্গলবার জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় বিএনপির ‘বিজয় মিছিল ও সমাবেশ’ আয়োজন করা হয়। এতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং শত শত গণপরিবহন আটকে পড়ে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ছাত্রনেতা রবিন।

রবিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘এটা সমাবেশ, না কি সাধারণ জনগণের ভোগান্তি?’

পোস্টের সঙ্গে তিনি যানজটে আটকে থাকা কয়েকটি বাস ও গণপরিবহনের ছবিও যুক্ত করেন।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, ‘সমাবেশের কারণে কোনো ভোগান্তি হয়নি। তিনি অন্য গ্রুপের সদস্য হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন পোস্ট দিয়েছেন। তার দাবি ভিত্তিহীন।’

এ বিষয়ে জানতে চাইলে সাময়িক অব্যাহতি পাওয়া অমিত হাসান রবিনের মোবাইলে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, ‘রবিন দলীয় কর্মসূচি নিয়ে নেতিবাচক মন্তব্য করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’

Shera Lather
Link copied!