সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) রোমানা আক্তার এ পরোয়ানা জারি করেন।
সূত্র জানায়, ২০২১ সালে প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে ডা. মুরাদ হাসান ‘পানসিয়ানা’ নামের ইউটিউব ও ফেসবুক পেজের এক টক-শোতে অংশ নিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া ও প্রায় ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগে সরিষাবাড়ী উপজেলার ট্রাক মালিক সমিতির সহসভাপতি, চেচিয়াবাঁধা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলার অপর আসামি টক-শো’র উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌরসভার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদ।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, চলতি বছরের ১৯ মে মামলার শুনানি শেষে আদালত ২৪ মে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। তবে নির্ধারিত সময়ে তারা আদালতে হাজির না হওয়ায় সোমবার আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন