ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৫:৩৭ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন। ছবি- রূপালী বাংলাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিনে জামালপুরের দেওয়ানগঞ্জে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়।

সকালে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমীর কার্যক্রম শুরু হয়। এরপর সিঁদুর খেলা, ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও প্রার্থনার মধ্য দিয়ে মণ্ডপগুলোতে বিদায়ের আবহ ছড়িয়ে পড়ে। নারী-পুরুষ ভক্তরা একে অপরকে সিঁদুর পরিয়ে, আবির মেখে মা দুর্গাকে বিদায় জানান।

বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হলেও বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার প্রতিটি মণ্ডপ থেকে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমাগুলো নেওয়া হয় ব্রহ্মপুত্র নদের থানাঘাটে। পরে সেখানেই বিসর্জনের মাধ্যমে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলের মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয় স্থানীয় নদী বা জলাশয়ে।

দেওয়ানগঞ্জে এ বছর ২৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সব মণ্ডপেই পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিছু কিছু মণ্ডপে স্থাপন করা হয় সিসি ক্যামেরাও।

দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেওয়ানগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের নেতারা। পূজা কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ বলেন, ‘সুষ্ঠু ও নিরাপদভাবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ।’

দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল বলে জানান দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান।