ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

৫ দফার ভিত্তিতেই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে : ড. হেলাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৭:৩৬ পিএম
শাহজাহানপুর পূর্ব থানার রুকন সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে ৫ দফা দাবি পূরণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে দেশের সকল রাজনৈতিক দল এক দলই একমত, তাই সরকারের অনীহা অনভিপ্রেত ও প্রশ্নবিদ্ধ।

হেলাল উদ্দিন বলেন, এই ৫ দফা দাবি একটি দল ব্যতীত দেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলও একমত। তাহলে এই দাবি পূরণে সরকারের অনীহা কেন প্রশ্ন রেখে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো নির্দিষ্ট একক দলকে খুশি করতে চায়, তবে সেটি জাতির সামনে স্পষ্ট করা দরকার। 

ড. হেলাল উদ্দিন বলেন, “এই ৫ দফা দাবিতে জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশা অন্তর্ভুক্ত। সরকারের দৃষ্টি যদি এ দিকে না যায়, তবে জনগণ ও জামায়াত রাজপথে নামতে বাধ্য হবে।”

ড. হেলাল উদ্দিন উল্লেখ করেন, জুলাই বিপ্লবের এক বছরের বেশি সময় পার হলেও অন্তর্বর্তীকালীন সরকার এখনও জুলাই সনদের স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে পারেনি। তিনি বলেন, “সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসর এবং বাইরে রাজনৈতিক দলের চাপের কারণে আইনগত ভিত্তি স্থগিত রয়েছে। এটি শুধু জুলাই চেতনার ক্ষতি নয়, সরকারের নিজস্ব আইনগত ও নৈতিক ভিত্তিকেও প্রভাব ফেলছে।”

তিনি আরও বলেন, যদি সরকার এই বিষয়টি না বাস্তবায়ন করে, তবে ভবিষ্যতে তাদের কার্যক্রমও ফ্যাসিবাদী গোষ্ঠীর দ্বারা অবৈধ ঘোষণা করা হতে পারে। ফলে জাতির আস্থা হারাবে এবং দেশের সংবিধান ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তা আরও তীব্র হবে।

ড. হেলাল উদ্দিন বলেন, “নতুন বাংলাদেশ গড়তে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করা প্রয়োজন। এতে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।”

তিনি জনগণকে সতর্ক করে বলেন, “নির্বাচিত রাজনৈতিক সরকাররা রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে। অতীতের দুর্নীতি ও লুটপাটের কারণে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দায়িত্ব অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া অনিবার্য।”

রুকন সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া থানা শুরা ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।