কলম্বোরে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অলআউট করেছে। ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের দারুণ পারফরম্যান্সে পাকিস্তানি ব্যাটাররা কোনো বড় স্কোর করতে পারেনি।
ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট শিকার করে বাংলাদেশকে শক্তিশালী শুরু এনে দেন মারুফা আক্তার। পেস বোলিংয়ের সুইং ও গতিতে পাকিস্তানি ব্যাটাররা প্রথম থেকেই চাপে পড়ে। মারুফা প্রথম ওভারের পঞ্চম বলেই ওমাইমা সোহেলকে বোল্ড করেন এবং পরের বলেই সিধরা আমিনের স্টাম্প ভাঙেন, ইনিংসের শুরুতেই পাকিস্তানকে ২ রানে ২ উইকেট হারাতে হয়।
মধ্য ওভারগুলোতে নাহিদা আক্তার ও রাবেয়া খানের স্পিন পাকিস্তানকে বড় স্কোর করতে দেয়নি। মুনিবা আলি (১৭ রান, ৩৫ বলে) ও রামিন শামিম (২৩ রান, ৩৯ বলে) জুটিকে ভাঙেন নাহিদা। এছাড়া, সিধরা নাওয়াজকে রাবেয়ার লেগ-বিফোর ফাঁদে ফেলেন।
লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও ফাতিমা সানা (২২ রান, ৩৩ বলে) ও ডায়ানা (১৬ রান, ২২ বলে অপরাজিত) বড় ইনিংস করতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে স্বর্ণা ৫ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হন। এছাড়া মারুফা ও নাহিদা দু’জনই দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
শেষ পর্যন্ত পাকিস্তান ৩৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন রামিন শামিম।