ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৫:১৭ পিএম
আসিফ আকবর। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে চলেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। আগামী ৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত প্রার্থী না থাকায় এই দুই পরিচালক পদে আর ভোট প্রয়োজন হচ্ছে না।

আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল, আর এর মধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১৬ জন পরিচালক প্রার্থী, যার মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবালও রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মীর হেলাল উদ্দিন।

ফলে চট্টগ্রাম বিভাগে প্রার্থী থাকলেন মাত্র দুইজন— কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী।

এই বিভাগে দুইটি পরিচালক পদের বিপরীতে অতিরিক্ত কোনো প্রার্থী না থাকায় তারা দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে গণ্য হবেন।

প্রাথমিকভাবে চট্টগ্রাম বিভাগ থেকে চারটি মনোনয়ন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে চাঁদপুরের শওকতের মনোনয়ন বাতিল হয়। তিনটি মনোনয়ন বৈধ হওয়ার পর একজন প্রত্যাহার করায় শেষ পর্যন্ত এই বিভাগে আর ভোটের দরকার হলো না।

উল্লেখ্য, গত তিন মেয়াদে বিসিবির এই বিভাগে পরিচালক ছিলেন আকরাম খান ও আজম নাসির।