ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

ফ্লোটিলার আটকদের কুখ্যাত কারাগারে রাখবে ইসরায়েল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৬:২৬ পিএম
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। ছবি- সংগৃহীত

অবরুদ্ধ গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার প্রায় সবগুলো জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। নৌবহরের ৪৭টি দেশের ৪৪৩ জনেরও বেশি অধিকার কর্মীকে অবৈধভাবে আটকে করেছে। তাদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে আল-জাজিরা জানায়, আটক ফ্লোটিলা কর্মীদের সাধারণ কারাগারে নয়, বরং হাউ-সিকিউরিটি কারাগারে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে রাখা হতে পারে। এ তথ্য জানিয়েছেন প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমর শাটজ।

তিনি জানান, দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে প্রায় ৫০০ কর্মীকে পাঠানো হতে পারে। এটি একটি উচ্চ-নিরাপত্তা কেন্দ্র, যেখানে সাধারণত অভিবাসন আটককেন্দ্রের বন্দিদের রাখা হয় না।

শাটজের মতে, শত শত লোককে আটক ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে জটিল, বিধায় তাদের সেখানে রাখা হতে পারে। তবে কেটজিওট কারাগার কঠোর নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী কুখ্যাত।

তিনি আরও বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা বিশেষ করে অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ফ্লোটিলা অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় ধরে আটক রাখার প্রস্তাব দিয়েছেন।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ সতর্ক করে জানিয়েছে, এবার কর্মীদের সঙ্গে পূর্ববর্তী ফ্লোটিলা মিশনের তুলনায় আরও কঠোর আচরণ করা হতে পারে।