ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

গাজা অভিযানে অস্বীকৃতি, ৪ ইসরায়েলি সেনার জেল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৭:০৫ পিএম
ইসরায়েলি সেনাবাহিনী। ছবি- সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ‘বিপজ্জনক মিশন’ পরিচালনা করতে অস্বীকৃতি জানানোয় চার সৈন্যকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ইসরায়েল। তারা নাহাল ব্রিগেডের সৈন্য। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি চ্যানেল ১০ জানিয়েছে, সৈন্যদের ওপর নির্দেশনা ছিল, ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম অপসারণে নিয়োজিত বেসামরিক কর্মীদের প্রকাশ্য, অরক্ষিত পথে বর্মবিহীন যানবাহনে এসকর্ট করা। তারা চেয়েছিলেন রাতের মিশনের অংশ হিসেবে তা করতে। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করে সেনাবাহিনী।

পরিচয় গোপন রাখার শর্তে এক সৈন্য বলেন, মিশনের রাস্তা ধ্বংসপ্রাপ্ত ভবনের কারণে বিপজ্জনক। তা ছাড়া দিনের বেলায় স্নাইপার ও আরপিজির উন্মুক্ত টার্গেট। আমাদের মনে হয়েছে, এই মিশনটি হবে ‘জীবনের প্রতি অবহেলা’ করা।

দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যরা শাস্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক সৈন্যের মা বলেন, ‘গাজায় যুদ্ধের সময় সহকর্মীদের হারানোর পর তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।’

ব্যাটালিয়ন কমান্ডার বলেন, সেনাদের ওপর অর্পিত আদেশ অমান্য করা ইউনিটের সংহতি ও শৃঙ্খলার ‘লাল রেখা’ লঙ্ঘন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অভিযানটি ‘প্রয়োজনীয় ও যুদ্ধে ঝুঁকি ব্যবস্থাপনার অংশ’ এবং আদেশ প্রত্যাখ্যান ‘বিপজ্জনক ও কখনো গ্রহণযোগ্য নয়’।