ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৫, ১২:৪৩ পিএম
ভারত থেকে প্রবেশের সময় বাংলাদেশি দুই হিজরাকে আটক করেছে বিজিবি। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে প্রবেশের সময় বাংলাদেশি দুই হিজরাকে আটক করেছে বিজিবি।

 শনিবার (১০ মে) সকালে সীমান্তের ধান্যখোলা জেলেপাড়া ডিউটি পোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাবনা সদরের জালালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২) ও একই থানার কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম (২৩)।

জেলেপাড়া বিজিবি পোস্ট কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম বলেন, ‘যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টের একটি টহলদল জেলেপাড়া নামক স্থান হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওই দুই জন হিজরাকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’