যশোরে সিআইডির ওপর মাদক কারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এতে সিআইডির দুই সাব ইন্সপেক্টরসহ চার জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সিআইডির ইন্সপেক্টর সুব্রত এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন: সিআইডি যশোর জোনের এসআই তরিকুল ইসলাম (৪৩), এসআই হাবিবুর রহমান (৪৩), এএসআই জাহিদুল হক (৪৮) এবং কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)। আহতদের মধ্যে শহিদুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, বিকেলে সিআইডি যশোর জোনের একটি টিম রাজারহাটে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক কারবারিরা জোটবদ্ধ হয়ে সিআইডির ওপর হামলা চালান, যার ফলে চার জন আহত হন। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক হাসিবুর রহমান জানান, আহত চার জনের মধ্যে শহিদুল ইসলামকে ভর্তি করা হয়েছে, বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সিআইডির ওপর হামলার ঘটনায় এক সাব-ইন্সপেক্টর বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক ও অনুসন্ধান অভিযান শুরু করেছে।
সিআইডি যশোর জোনের ইন্সপেক্টর সুব্রত মুঠোফোনে বলেন, ‘সিআইডির ওপর হামলার খবর পাওয়ার পর আমি হাসপাতালে গিয়েছিলাম। পরে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন