বেনাপোল চেকপোস্টে এক লাখ দশ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার মার্কিন ডলারসহ শফিকুল ইসলাম (৪৬) নামে এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট বিজিবির স্ক্যানিং রুম থেকে তাকে আটক করা হয়।
আটক শফিকুল ইসলাম ঢাকার লালবাগ থানার হরনাথ ঘোষ রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল চেকপোস্টে যাত্রীদের স্ক্যানিং কার্যক্রম চলাকালীন ভারতের থেকে আসা বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী শফিকুল ইসলামের (পাসপোর্ট নং-ই-০০৭৪৫৬৬৩) ব্যাগেজ তল্লাশি করার সময় তার ব্যাগে বিশেষ কায়দায় লোকানো এক লাখ ১০ হাজার সৌদি রিয়াল এবং ১০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। এটির বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৪৮ লাখ ১৯ হাজার ৯৯৫ টাকা।
বিজিবি আরও জানায়, শফিকুল ইসলাম বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্যবসায়িক কাজে ভারতে যান। কলকাতার একটি হোটেলে অবস্থানকালে বাংলাদেশি নাগরিক লিটু নামের এক ব্যক্তি তাকে বৈদেশিক মুদ্রাগুলো দেন এবং নির্দেশনা দেন, বাংলাদেশে পৌঁছানোর পর একজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে ফোনে যোগাযোগ করে রিয়াল ও ডলারগুলো সংগ্রহ করবে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এই আটককাণ্ড নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে এবং আটক শফিকুল ইসলামকে বেনাপোল পোর্টে হস্তান্তর করা হয়েছে।’

-20251121171827.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন