ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ঝিকরগাছায় ধানের শীষের প্রার্থী সাবিরার নির্বাচনি পথসভা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৯:৩৪ পিএম
নির্বাচনী পথসভায় যশোর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। ছবি- রূপালী বাংলাদেশ

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি নির্বাচনি পথসভা করেছেন। তিনি আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছা সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরান উন নবী মুরাদ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনা, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক নাওয়াজিস ইসলাম রিয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক মাহমুদ শরিফ, সাইফুল ইসলাম, সোলাইমান হোসাইন আজাদ, মো. পিন্টু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাফিজ ইসলাম এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি হাসান রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাধারণ জনগণের পাশাপাশি নারী কর্মীদেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়।