ঝিনাইদহের শৈলকুপা থেকে একনলা বন্দুক, ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র রামদাসহ পলাশ মিয়া (সাবেক সেনা সদস্য) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সোমবার (৭ জুলাই) ভোরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রামে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পলাশ মিয়া ওই গ্রামের জিয়ারত আলীর ছেলে।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, শৈলকুপা সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পলাশ মিয়ার বাড়ি থেকে একটি একনলা রাইফেল, একটি ইলেকট্রিক শক মেশিন ও একটি রামদা উদ্ধার করা হয়।
অভিযানের পর তাকে আটক করে উদ্ধার করা অস্ত্রসহ শৈলকুপা থানায় সোপর্দ করা হয়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ‘সাবেক সেনা সদস্য পলাশ মিয়াকে একটি একনলা বন্দুক, ইলেকট্রিক শক মেশিন ও একটি রামদাসহ সেনাবাহিনী আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’