বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম ওরফে স্বাধীন মাস্টার (৫৩) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দুইটায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানা পুলিশ।
আব্দুর রহিম স্বাধীন আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি আক্কেলপুর পৌরশহরের পুরাতন বাজারের মৃত আছির উদ্দিনের ছেলে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম রূপালী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের সূত্রে জানা গেছে, আব্দুর রহিম স্বাধীন জয়পুরহাট সদর থানার দুটি মামলার নামীয় আসামি। এর মধ্যে একটি হত্যা এবং অন্যটি হত্যারচেষ্টার মামলা। ৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে তিনি মেডিকেল ছুটি নিয়ে এলাকার বাইরে ছিলেন। নির্ধারিত ছুটি শেষে তিনি বিদ্যালয়ে যোগদান করেন।
বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে পাঠদান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সকাল দশটার পর বিদ্যালয়ে উপস্থিত হন। খবর পেয়ে আব্দুর রহিম প্রধানশিক্ষকের কক্ষে আশ্রয় নেন। আক্কেলপুর থানার পুলিশ সদস্যরা ওসি শফিকুল ইসলাম প্রধানশিক্ষকের কক্ষে অবস্থান করেন।
দুপুর দুইটার দিকে আব্দুর রহিম স্বাধীন নিজেই পুলিশের সঙ্গে প্রধানশিক্ষকের কক্ষ থেকে বেরিয়ে এসে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপ ভ্যানে ওঠেন। এরপর তাঁকে থানা নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ রাখার পর জয়পুরহাট সদর থানায় দ্রুত পাঠানো হয়। খবর পেয়ে কিছু বিক্ষুব্ধ লোকজন থানায় এসে পিকআপ ভ্যানের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং আব্দুর রহিমকে উদ্দেশ্য করে গালিগালাজও করেন। পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করেন।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক আব্দুল মোমিন বলেন, পাঠদানের সময় থানার একদল পুলিশ আমাদের বিদ্যালয়ে এসে সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। থানার ওসি জানিয়েছেন, তার নামে দুটি মামলা রয়েছে।
অপরদিকে আক্কেলপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, আব্দুর রহিম স্বাধীন মাস্টার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট সদর থানার একটি হত্যা ও অন্যটি হত্যারচেষ্টার মামলার আসামি। আমরা তাঁকে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে গ্রেপ্তার করে জয়পুরহাট সদর থানায় পাঠিয়েছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন