ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫

খাগড়াছড়ি সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৪:৩৯ পিএম
সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার করেছে বিজিবি।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৬ মে) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী চৌধুরীপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি যুক্তরাষ্ট্রের ৯-এমএম এবং ১টি ভারতীয় ৮-এমএম পিস্তলসহ ২ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজারমূল্য ২ লাখ টাকা।

অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।