পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ডুবে যাওয়া খাগড়াছড়ি-সাজেক সড়কে একদিন পর আবারও যান চলাচল শুরু হয়েছে। ফলে সাজেক থেকে ফিরে আসতে শুরু করেছেন পর্যটকরা।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।
তিনি বলেন, ‘বৃষ্টি কমায় সকাল থেকেই মাচালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার এলাকায় পানি নামতে শুরু করে। এরপর ধীরে ধীরে যান চলাচলও শুরু হয়। তবে কিছু এলাকায় এখনও সামান্য পানি রয়েছে।’
এর আগে, মঙ্গলবার টানা বর্ষণে খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় রাস্তা পানির নিচে চলে গেলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সাজেকে আটকা পড়েন অন্তত ৩৪১ জন পর্যটক।
স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার পর্যটকবাহী সব গাড়ি আটকে গেলেও কেউ কেউ বাঁশের ভেলা ও নৌকা ব্যবহার করে ডুবে যাওয়া সড়ক পার হন। তবে অনেকেই নিরাপত্তার কারণে সড়ক না পেরিয়ে সাজেকে ফিরে যান বা বাঘাইহাট হয়ে খাগড়াছড়ি ফিরে আসেন।
সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় বুধবার সকাল থেকেই পর্যটকরা নিরাপদে সাজেক ত্যাগ করতে শুরু করেছেন।