খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে আধাবেলা সড়ক অবরোধ চলছে। এটি মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনুষ্ঠিত হচ্ছে।
অবরোধকারীরা বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে যাত্রাপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, শয়নশীল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীর পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন। মামলার আগে এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বিএনপি এক বিবৃতিতে দাবি করেছেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
উল্লেখ্য, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গতকাল রাতে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলাজুড়ে আধাবেলা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।