ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

পাইকগাছায় অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষকের বাড়িতে ডাকাতি 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৫:৩৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছা থানার অদূরে শিববাটী ব্রিজের নিকট গভীর রাতে শিক্ষক বিজন কান্তি মন্ডলের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষক বিজন কান্তি মন্ডল জানান, ‘শনিবার (২৭ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে ৩-৪ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হানা দেয়। তারা রান্নাঘরের জানালা দিয়ে রডের সাহায্যে ঘরের ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে। এরপর আমাকে ও আমার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে।

ডাকাতরা আলমারি ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। তাদের হাতে পিস্তল, রড ও দেশীয় অস্ত্র ছিল। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।’

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।