খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুস আলী ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা স্থলবন্দর পুলিশ আটক করে। ইউনুস আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
রোববার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান।
জানা যায়, ইউনুস আলী মোড়ল কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের আ. লতিফ মোড়লের ছেলে। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তার নামে মামলা হলে তিনি পালিয়ে যান। দীর্ঘদিন পালিয়ে থাকায় ইউনিয়নবাসী সেবা পেতে চরম সমস্যায় ভুগছিলেন।
পাইকগাছা থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান বলেন, ‘রোববার বিকেল ৪টার দিকে খবর পেয়ে ভোমরা স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন থেকে কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি ইউনুস আলীকে আটক করেছে। থানা পুলিশ ভোমরা থেকে আইনি প্রক্রিয়া শেষে তাকে পাইকগাছা থানায় নিয়ে আসে। তাকে আদালতে প্রেরণ করা হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন