খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন মানিক রূপসা উপজেলার বাগমারা গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে।
গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখতে পান তার নিথর দেহ। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি খালি গুলির খোসা উদ্ধার করে। পরে মরদেহটি সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ বলেন, রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন