কিশোরগঞ্জে আওয়ামী লীগের প্রয়াত এক প্রবীণ নেতার লাশ দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন পৌর শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া মামুন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি শহরের আখড়াবাজার এলাকায় আওয়ামী লীগের প্রবীণ নেতা ও জেলা কমিটির সদস্য মো. শাহজাহান লস্করের মরদেহ দেখতে যান। সেখানে পৌঁছানোর পরপরই কিশোরগঞ্জ মডেল থানার একটি টহল দল তাকে গ্রেপ্তার করে।
ওই প্রয়াত প্রবীণ নেতা মো. শাহজাহান লস্কর (৭২) একইসঙ্গে জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুপুরে তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
আপনার মতামত লিখুন :