ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ফুলবাড়ীতে আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৫:১২ পিএম
গবাদিপশুসহ গোয়ালঘর আগুনে পুড়ে যায়। ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে এক  কৃষকের গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। এতে চারটি গবাদিপশু পুড়ে মারা গেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের স্বপ্ন।

রোববার (২৪ আগস্ট) ভোর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাতে কৃষক শামসুল হকের গোয়ালঘরে আগুন দেখে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আগুন আগুন বলে চিৎকার দেন। তাদের চিৎকার শুনে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনের উত্তাপ এতটাই বেশি ছিল যে কেউ গোয়াল ঘরে ঢুকতে পারেনি। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে গবাদিপশুসহ গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। পুড়ে মারা যায় তিনটি গরু ও একটি ছাগল। তবে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় শামসুল হকের বসতবাড়ি আগুনের কবল থেকে রক্ষা পায়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার মানিক মিয়া বলেন, ‘ভোর রাতে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলি। গোয়ালঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। গোয়াল ঘর ও গবাদি পশুগুলো পুড়ে গেছে। এতে আনুমানিক আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ বলেন, শামসুল হক একজন গরিব কৃষক। এই দুর্ঘটনায় তিনি নিঃস্ব হয়ে গেছেন। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করা হবে।