ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেনী কলেজের চার শিক্ষককে বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৭:৩৩ পিএম
বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ছবি- রূপালী বাংলাদেশ

ফেনী সরকারি কলেজের চার শিক্ষককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। একই সাথে তারা প্রশাসনিক ভবনে তালা মেরে দেন। পরে কর্তৃপক্ষের মাধ্যমে তালা অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় কলেজের অডিটোরিয়ামের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কলেজের প্রধান ফটক প্রদক্ষিণ গিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের কলেজে চার শিক্ষককে ষড়যন্ত্র করে বদিল করা হয়েছে। আমরা জানতে পেরেছি তাদেরকে একদিনের মধ্যে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। দর্শন বিভাগের হানিফ স্যার পরিবারের মত গাইড দিতেন। সে স্যারকে পর্যন্ত বদলি করা হয়। আমরা চাই হানিফ স্যারসহ সকল স্যারের বদিল বাতিল করে পুনরায় ফিরে আনতে হবে।’

দর্শন বিভাগের শিক্ষার্থী জান্নাত আক্তার মিম বলেন, ‘আগাম নোটিস ছাড়াই তাদের বদলির আদেশ জানতে পাই। এতে আমাদের বিভাগীয় প্রধান হানিফ স্যারসহ ৪ জন স্যারকে বদলি করা হয়। এটি একটি ষড়যন্ত্র করা হয়েছে। কলেজে এখন শিক্ষক সংকট। পড়াশোনা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ ভাবে আমরা মেনে নেব না। আমাদের স্যারদের আবারও বিভাগীয় প্রধান পদে রেখে হানিফ স্যারসহ সবাইকে পুনরায় বহাল করার অনুরোধ করছি।’

দর্শন বিভাগের আরেক শিক্ষার্থী ইমন দাস বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। স্যারদের স্ব স্ব স্থানে পুনরায় ফিরে আনা হোক। তা না হলে আমাদের আন্দোলন আরও বেগমান হবে।’