ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রাহুল গান্ধীকে চুমু দিতে গিয়ে চড় খেলেন সমর্থক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৯:০০ পিএম
বিহারে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালে এক সমর্থক তাকে চুমু খেয়ে বসেন। ছবি- সংগৃহীত

ভারতের বিহার রাজ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলছে ‘ভোটার অধিকার যাত্রা’। এর অংশ হিসেবে রোববার মোটরসাইকেল র‍্যালি চলছিল পূর্ণিয়া–আরারিয়া রুটে। এর মধ্যে একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন রাহুল গান্ধী। এক পর্যায়ে এক সমর্থক দৌড়ে এসে নিরাপত্তা ভেঙে তার কাঁধে চুমু খেয়ে বসেন। আর এ কারণেই তাকে নিরাপত্তাকর্মীদের হাতে চড় খেতে হয়। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব মোটরসাইকেলে যাত্রা করছেন, হঠাৎ এক ব্যক্তি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খান। মুহূর্তেই নিরাপত্তাকর্মীরা তাকে টেনে সরিয়ে দেন এবং আটকাতে গিয়ে কয়েকবার চড়ও মারেন। ওই ব্যক্তি আবারও রাহুল গান্ধীর দিকে এগোনোর চেষ্টা করলে তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এতে অবশ্য বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

প্রতিবেদনে বলা হয়, ১৬ দিনের ১ হাজার ৩০০ কিলোমিটারের এই ভোটার অধিকার যাত্রা ১৭ আগস্ট বিহারের সাসারাম এলাকা থেকে শুরু হয়েছে। বিহারের ভোটার তালিকায় কথিত অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। যাত্রাটি রাজ্যের ২০টিরও বেশি জেলা অতিক্রম করে আগামী ১ সেপ্টেম্বর পাটনার এক জনসভায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রোববার এই যাত্রা আরারিয়া জেলায় প্রবেশ করলে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবকে রাস্তার দুই ধারে দাঁড়ানো জনতার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।