ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

কনটেন্ট বানাতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ ইউটিউবার

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৬:৪৮ পিএম
ওড়িশার দুদুমা ঝরনায় স্রোতের মাঝে আটকে যাওয়ার সময় ইউটিউবার সাগর তুডুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন পর্যটকরা। ছবি- সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যে ঝরনায় কনটেন্ট তৈরি করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন এক ইউটিউবার। শনিবার বিকেলে রাজ্যের কোরাপুত জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দুদুমা ঝরনায় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ ইউটিউবারের নাম সাগর তুডু (২২)। স্থানীয় দর্শনীয় স্থান নিয়ে কনটেন্ট তৈরির জন্য বন্ধু অভিজিৎ বেহেরার সঙ্গে তিনি কোরাপুতে যান। ড্রোন ফুটেজ ধারণের সময় ঝরনার কিনারায় দাঁড়াতে গিয়েই স্রোতে ভেসে যান এই যুবক।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, সাগর তুডু প্রবল স্রোতের মধ্যে একটি পাথরের ওপর আটকা পড়ে আছেন, আর পর্যটক ও উপস্থিত মানুষজন তাকে উদ্ধারের চেষ্টা করছেন। মুহূর্তের মধ্যে প্রবল স্রোতে তিনি ভেসে গেলে আশপাশের মানুষজন আতঙ্কে চিৎকার করে উঠেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে ‘রিল কালচার’-এর সমালোচনা করে লিখেছেন, ‘মানুষ কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে কনটেন্ট বানাচ্ছে?’ আরেকজন মন্তব্য করেন, ‘এটা পুরো বোকামি… বর্ষার সময়ে ঝরনার ধারে যাওয়া উচিত নয়।’

প্রতিবেদনে বলা হয়েছে, লামতাপুট এলাকায় ভারি বৃষ্টির কারণে মাচাকুন্ডা বাঁধ থেকে প্রায় ২ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হয়। এর ফলে হঠাৎ পানির স্তর বেড়ে গিয়ে ঝরনার চারপাশে প্রবল স্রোত তৈরি হয়। পানির প্রবাহ বাড়ার আগে কর্তৃপক্ষ নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্কবার্তাও দিয়েছিল।

ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউটিউবারকে খুঁজে পাওয়া যায়নি। এখনো তল্লাশি অভিযান চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।