ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১০:৫৪ পিএম
তৌহিদ আফ্রিদি। ছবি- সংগৃহীত

বরিশালে বিশেষ অভিযান চালিয়ে জুলাই হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) সিআইডির  বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ  রাতেই তাকে ঢাকায় নিয়ে আসা হবে এবং সোমবার(২৫ আগস্ট) তাকে আদালতে তোলা হবে।

তিনি আরও বলেন, তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে এই হত্যা মামলার সঙ্গে যুক্ত। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশের ডিবি গ্রেপ্তার করে।

এ হত্যা মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ আছে, এ ছাড়াও আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, গত ১৭ আগস্ট কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) নামে একটি সংগঠন। 

সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।

জেআরএ-এর ফেসবুক পোস্টে বলা হয়, ‌‘স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইর সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। ফ্রিদি বাংলাদেশেই আছে। এ ছবিটি গতকালের (১৬ আগস্ট)। কোনো নাটক চলবে না, সোজাসাপ্টা গ্রেপ্তার করতে হবে।’