ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সুন্দরবনের চরে অবৈধভাবে নির্মাণাধীন রিসোর্ট উচ্ছেদ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৯:৫৩ পিএম
সুন্দরবনের কোল ঘেঁষে মালঞ্চ নদীর চর দখল করে নির্মাণাধীন ‘এ অ্যান্ড এন ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ নামের রিসোর্টটি উচ্ছেদ। ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের কোল ঘেঁষে মালঞ্চ নদীর চর দখল করে নির্মাণাধীন ‘এ অ্যান্ড এন ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ নামের রিসোর্টটি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৪ আগস্ট) সকাল থেকে মৌখালী এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস ধরে নদীর জায়গা দখল করে অবৈধভাবে রিসোর্টটির স্থাপনা গড়ে তোলা হয়। পূর্বে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে উপজেলা প্রশাসন শ্রমিক নিয়ে অভিযান চালিয়ে ট্রেইল, পন্টুন, জেটি ও বাঁধের ওপর নির্মিত কয়েকটি কক্ষসহ স্থাপনাগুলো অপসারণ করে।

অভিযানে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) সঞ্জয় রায়, পানি উন্নয়ন বোর্ড-১-এর উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম, বন বিভাগের ফরেস্টার ফাইয়াজুর রহমান ও নীলডুমুর টুরিস্ট পুলিশের এসআই সুজিত সরকার।