আগামী ২৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রগামী সব ডাকসেবা সাময়িকভাবে স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের নতুন কাস্টমস নীতিমালা কার্যকর হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
রোববার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ৩০ জুলাই মার্কিন প্রশাসন নির্বাহী আদেশ নম্বর ১৪৩২৪ জারি করে ৮০০ ডলার পর্যন্ত মূল্যের পণ্যের জন্য প্রচলিত শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করেছে।
এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এসেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। পাশাপাশি রুশ তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক যোগ করায় ভারতের ওপর কার্যত মোট ৫০ শতাংশ শুল্কের বোঝা পড়েছে।
ডাক বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রগামী সব আন্তর্জাতিক ডাকপত্র ও পার্সেলের ওপর গন্তব্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট (আইইইপিএ) অনুযায়ী শুল্ক আরোপ করা হবে। তবে ১০০ ডলার পর্যন্ত মূল্যের উপহারসামগ্রী শুল্কমুক্ত থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ডাক ও অনুমোদিত পরিবহণ সংস্থাগুলোকে শুল্ক সংগ্রহ করে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনে (সিবিপি) জমা দিতে হবে।
ফলে মার্কিনগামী বিমান পরিবহণ সংস্থাগুলো ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছে, তারা ২৫ আগস্টের পর থেকে প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় কোনো পার্সেল গ্রহণ করতে পারবে না।
ডাক বিভাগ জানিয়েছে, ‘পরিস্থিতি বিবেচনায় ২৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রগামী সব ধরনের ডাকসেবা (চিঠি, দলিল ও ১০০ ডলার পর্যন্ত উপহারসামগ্রী ছাড়া) সাময়িকভাবে স্থগিত রাখা হলো।’
এ ছাড়া যেসব গ্রাহক ইতোমধ্যেই অপ্রেরণযোগ্য সামগ্রী বুক করেছেন, তারা ডাকভাড়া ফেরত নিতে পারবেন বলেও জানিয়েছে ডাক বিভাগ। আরও জানানো হয়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে সেবা স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চলছে।