ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

শিশু ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ জালাল আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৮:৫৯ পিএম
শ্রীপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৮) জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয় জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

রোববার (২৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রাম থেকে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

অভিযুক্ত মো. জালাল উদ্দিনকে (৫০) উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের প্রয়াত তফুর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আজ দুপুর একটার দিকে স্কুল থেকে ফেরার পথে জালাল ওই ছাত্রীকে ফুঁসলিয়ে গলদাপাড়া গ্রামের বাঘের চালা নামক স্থানের জঙ্গলে নিয়ে যান। এ সময় ভিকটিমকে বিবস্ত্র করে ধর্ষণ করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে গণধোলাই দেন। বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।

স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত জালাল উদ্দীন এর আগেও এরকম কয়েকটি ঘটনা ঘটিয়েছে। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. কুদ্দুছ মিয়া জানান, ‘স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে থানায় খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’