কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে নারী শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের আমতলা নামক স্থানে কচাকাটা ভূরুঙ্গামারী সড়কের পাশ থেকে তাদেরকে আটক করে বিজিবি।
আটক রোহিঙ্গাদের প্রথমে সোনাহাট বিজিবি কোম্পানি সদরে নিয়ে জিঙ্গাসাবাদ শেষে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। আটকদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী এবং ছয়জন শিশু কিশোর রয়েছেন।
আটকরা হলেন ইমাম হোসেন (৪৮), রবিউল আলম (২০), রবিউল আলম (২০), শফিউল্লাহ (১৮), আমেনা বেগম (২৮), রেজিয়া (২১), নবী হোসেন (১৫), আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), রিফা (৯), শাফা (৬), নুর শাহিদা (২)। আটক ১১ জন দুটি পরিবারের সদস্য বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ভোরে ওই সমস্ত রোহিঙ্গা বলদিয়া ইউনিয়নের আমতলায় ঘোরাফেরা করতে দেখে তাদেরকে আটক করে। পরে বিজিবি খবর পেয়ে কুড়িগ্রাম বিজিবির সোনাহাট কম্পানী সদরের সদস্যরা এসে তাদেরকে হেফাজতে নেয়।
স্থানীয়দের ধারণা বৃহস্পতিবার গভীর রাতে বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্তের ১০১১ সীমানা পিলারের নিকট দিয়ে তাদেরকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। একটি সূত্র জানায় তারা সবাই কক্সবাজার জেলার কলাতলী থেকে কুমিল্লা দিয়ে ১ বছর আগে ভারতে প্রবেশ করে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, প্রাথমিকভাবে তাদের রোহিঙ্গা বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা মিলছে না। তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন