ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

মুরগির খামারে বিদ্যুতের তার ছিঁড়ে মা-ছেলের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৯:১৬ এএম
মা-ছেলের মৃত্যু। ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদগ্রামের বাসিন্দা হাবিল সর্দারের স্ত্রী জোসনা খাতুন (৫৫) এবং তাদের ছেলে বিপ্লব সরদার (৩৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার নিয়ে মাঠে যান জমি চাষ করতে। কাজ শেষে বাড়িতে ফেরার পথে তাদের নিজস্ব মুরগির খামারের ওপর দিয়ে টিলারটি যাওয়ার সময় খামারের বৈদ্যুতিক তার ছিঁড়ে পাওয়ার টিলারের সঙ্গে জড়িয়ে যায়। এতে বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করেন।

ছেলের চিৎকার শুনে মা জোসনা খাতুন ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসককে খবর দিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভেড়ামারা থানার  ওসি আবদুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ‘নিজস্ব মুরগির খামারে ব্যবহৃত বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’