ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত পুলিশ: কুষ্টিয়ার এসপি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৫:৪৯ পিএম
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। ছবি- রূপালী বাংলাদেশ 

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে জেলা পুলিশ প্রস্তুত। এ লক্ষ্যে সারা দেশের মতো কুষ্টিয়াতেও ইন-সার্ভিস ট্রেনিং চলছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিবেদককে তিনি মুঠোফোনে এসব কথা বলেন।

এদিকে, ২ ডিসেম্বর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ার আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়) প্রশিক্ষণ কোর্সের (১৫তম ব্যাচ) উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। 

এ সময় উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ার কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান জিলু, বিপিএম।